তারুণ্যের উৎসব আয়োজন উপলক্ষ্যে র‌্যালি

1

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এর আয়োজনে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন, চট্টগ্রাম এর সহযোগিতায় অদ্য ৩০ ডিসেম্বর, সোমবার, বিকাল ৩:০০ টায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অংশগ্রহণে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ নামীয় একটি বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়েছে। এ বর্ণাঢ্য র‌্যালীটি চট্টগ্রাম সার্কিট হাউজ হতে আরম্ভ হয়ে কাজীর দেউরি মোড়, এম এ আজিজ স্টেডিয়াম গেইট প্রদক্ষিণ করে পুনরায় চট্টগ্রাম সার্কিট হাউজের এসে সমাপ্ত হয়। উক্ত র‌্যালীতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী, চট্টগ্রামের ক্রীড়া সংগঠকবৃন্দ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়বৃন্দ প্রমুখ।