ভারতীয় নাগরিক দীপক আগারওয়াল একজন চিহ্ণিত ক্রিকেট জুয়াড়ি। তিনি আইসিসির দুর্নীতি দমন শাখার (আকসু) ‘কালো তালিকাভুক্ত’। অর্থাৎ, এই জুয়াড়ির ফোনালাপ থেকে শুরু করে অন্য সকল কার্যক্রমই নজরে রাখে আকসু।
এই ক্রিকেট জুয়াড়িই সাকিব আল হাসানকে প্রস্তাব দিয়েছিলেন। আইসিসির দেয়া তথ্য অনুযায়ী, সাকিবের সাথে প্রথমবার আগারওয়াল যোগাযোগ করেন ২০১৭ সালে বিপিএল চলাকালে। সে বছর নভেম্বর অনুষ্ঠিত বিপিএলে সাকিব খেলেছিলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। ওই সময় দলের ভেতরের বিভিন্ন তথ্য জানতে চেয়েছিলেন আগারওয়াল।
কিন্তু সাকিব তাতে কর্ণপাত করেননি। তবে, তিনি বিসিবির দুর্নীতি দমন বিভাগ বা আইসিসি কাউকেই জানাননি।
শুধু সাকিব নয়, আগারওয়াল টার্গেট করেছিলেন তামিম ইকবালকেও। তামিমকেও প্রস্তাব দিয়েছিলেন আগারওয়াল। কিন্তু সাকিবের মতো ভুল করেননি তামিম। বিষয়টি তামিম সঙ্গে সঙ্গেই বিসিবির দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তাকে অবহিত করেন।