তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভা

3

তামাকুমন্ডি লেইন বণিক সমিতির ৭ম মাসিক সভা সমিতি কার্যালয়ে স¤প্রতি সমিতির সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আলীমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনা করে একটি শোক প্রস্তাব পাশ করা হয়।
এছাড়া সমিতির কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরো উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ফারুক আজম এম.এ, সহ-সভাপতি মো. সেলিম, বজলুর রহমান, সহ সাধারণ সম্পাদক তৌহিদুল আলম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক শওকত আজিজ, আবদুল জলিল, ওমর ফারুক, জাফর ইকবাল, জসিম উদ্দিন, ছাদেক হোসাইন, মোহাম্মদ মঈন উদ্দিন, মিনহাজ উদ্দিন, মিনহাজুল আবেদীন, আব্দুর ছফুর নয়ন, সাদ্দাম হোসেনসহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি