নিজস্ব প্রতিবেদক
তাফসিরুল কোরআন মাহ্ফিলের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নগরের চকবাজারের প্যারেড ময়দানে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী এই মাহ্ফিল। আগামী ৩১ জানুয়ারি সাঙ্গ হবে দীর্ঘ ১৯ বছর পর হতে যাওয়া এই মাহ্ফিল। মাহ্ফিলকে ঘিরে ইতোমধ্যে নগরজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
গতকাল শনিবার দুপুর ২ টায় নগরীর চকবাজারে এক সংবাদ সম্মেলনে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের এই তথ্য জানান। তিনি বলেন, এবারের তাফসির মাহ্ফিলের প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়েছে। এ লক্ষ্যে তাফসির এন্তেজামিয়া কমিটি ও ১৯টি উপ-কমিটি নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আল্লাহর রহমতে প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। নগরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। মাঠে ধারণক্ষমতার তুলনায় বেশি শ্রোতা সমাগম হতে পারে- এমনটা বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, একসময় মাহ্ফিলের মূল আকর্ষণ হিসেবে থাকতেন দেলাওয়ার হোসাইন সাঈদী। তিনি প্রয়াত হওয়ায় এবারের আকর্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে মিজানুর রহমান আজহারীকে। আজহারী সাহেব মেধাবী, জ্ঞান-গরিমা আছে। একজন ভালো বক্তা। তিনি ভালো আলোচনা করেন। মাহ্ফিলের শেষদিন তিনি তাফসির করবেন। উনার বয়ান নিশ্চয় মানুষের ভালো লাগবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মাহ্ফিল এন্তেজামিয়া কমিটির প্রচার বিভাগীয় দায়িত্বশীল মুহাম্মদ উল্লাহ এবং ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক সেলিম উল্লাহ জামান প্রমুখ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, মাহ্ফিলের প্রথম দিন বক্তব্য রাখবেন মাওলানা আবদুল্লাহ আল আমিন, দ্বিতীয় দিন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনছারী, তৃতীয় দিন মুফতী আমির হামজা, চতুর্থ দিন মাওলানা কামালুদ্দীন জাফরী এবং পঞ্চম ও শেষ দিনে ড. মিজানুর রহমান আজহারী। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
আয়োজকরা জানিয়েছেন, প্যারেড মাঠের মূল প্যান্ডেলে এবার নারীদের জন্য আলাদা প্যান্ডেল থাকবে না। মূল প্যান্ডেলে পুরুষ শ্রোতাদের বসার ব্যবস্থা, অতিথি ও সাংবাদিকদের জন্য বিশেষ স্থান, সেনিটেশন ব্যবস্থা এবং দর্শক-শ্রোতাদের মৌলিক প্রয়োজন মেটাতে প্রয়োজনীয় স্টল থাকবে। স্বেচ্ছাসেবকগণ মাঠের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন। তাদের সাথে থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নারী শ্রোতাদের জন্য মূল মাঠের দক্ষিণে মহসিন কলেজের মাঠ, কাজেম আলী হাই স্কুল ও গুলজার বেগম হাই স্কুল এবং উত্তরে কিশালয় কমিউনিটি সেন্টার ও কাপাসগোলা কলেজে আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। এসব প্যান্ডেলে নারীদের বসার, শোনার ও প্রয়োজনীয় সেনিটেশন ব্যবস্থা থাকবে। নারী স্বেচ্ছাসেবকরা সেখানে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন এবং তাদের সহায়তায় থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
প্রসঙ্গত, ১৯৭৭ সাল থেকে চট্টগ্রামে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ তাফসিরুল কোরআন মাহ্ফিলের আয়োজন করে আসছে। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে আয়োজনের পর ১৯৮৫ সাল থেকে চকবাজারের প্যারেড ময়দানে এটি অনুষ্ঠিত হয়ে আসছিল। ২০০৬ সালে প্যারেড ময়দানে সর্বশেষ তাফসিরুল কোরআন মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছিল। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে দীর্ঘদিন এটির আয়োজন করতে পারেনি সংশ্লিষ্টরা।