গাউসে জমান শায়খুল মাশায়েখ পীরে কামেল আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরী (র.) রচিত কোরআন মজিদের তাফসীর গ্রন্থ ‘তাফসীরে ফাউজুল আজিজ’-এর প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান ২৫ জানুয়ারি সকালে ঢাকা প্রেস ক্লাব মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশ এর ব্যবস্থাপনায় এ প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনজুমানের সভাপতি হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ পীরে তরিকত শাহ সুফি আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ)। প্রকাশনা অনুষ্ঠানে ইসলামী চিন্তাবিদ, গবেষক, শিক্ষাবিদসহ উলামা মাশায়েখরা তাফসীর গ্রন্থের নানা দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে ‘তাফসিরে ফাউজুল আজিজের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মুখ্য সচিব ড. মোহাম্মদ আবদুল করিম। ‘তাফসিরে ফাউজুল আজিজের’ বিশেষত্ব বিষয়বস্তুসহ মৌলিক কিতাবটির নানা দিক ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন ড. আল্লামা মুফতী মুহাম্মদ কফিল উদ্দিন সরকার সালেহী, আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আলকাদেরী, আল্লামা মুহাম্মদ জয়নাল আবেদীন যোবাইর, ড. আল্লামা এ কে এম মাহবুবুর রহমান, প্রফেসর ড. এম এ অদুদ, ড. আহসান উল্লাহ আহসান সাঈদ, অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মারুফ, আল্লামা মুফতী মুহাম্মদ ওসমান গনি সালেহী, আল্লামা সৈয়দ মুহাম্মদ ইমদাদ উদ্দিন, আল্লামা মুহাম্মদ আব্দুল অদুদ আলকাদেরী, আল্লামা মুহাম্মদ রফিক উদ্দিন সিদ্দিকী, আল্লামা মুহাম্মদ মাসউদ কাদেরী, আল্লামা মুহাম্মদ শফিউল আলম নেজামী, মাওলানা মোহাম্মদ মহিউদ্দীন, আল্লামা মুহাম্মদ বদিউল আলম রেজভী, আল্লামা মুহাম্মদ আবদুল আজিজ আনোয়ারী, আল্লামা কাজী মুহাম্মদ ইউনূস রেজভী, আল্লামা আবুল কাসেম মুহাম্মদ ইউসুফ আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা ছালেহ আহমদ আনছারী, আল্লামা মুহাম্মদ আবদুর রকিব, মাওলানা মোহাম্মদ লোকমান চিশতী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা কাজী মুহাম্মদ শফিউল আজম। মিলাদ কিয়াম শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনায় মুনাজাত করা হয়। বিজ্ঞপ্তি