ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে ৫দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল আগামী ২৭ হতে ৩১ জানুয়ারি শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী স্মৃতি বিজড়িত চট্টগ্রাম প্যারেড ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ আঠারো বছর পর অনুষ্ঠিতব্য এ মাহফিলকে ঘিরে ইতোমধ্যে চট্টগ্রামসহ দেশে বিদেশে ইসলামপ্রিয় জনতার মাঝে আনন্দ, উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলবদ্ধভাবে মাহফিলে উপস্থিত হওয়ার জন্য বিশেষ করে যুবকদের মাঝে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। মাহফিলকে সুশৃংখলভাবে সফল করে তোলার জন্য ৮০১ জন বিশিষ্ট একটি এন্তেজামিয়া কমিটিসহ ১৯টি বিভিন্ন সাব কমিটি গঠন করা হয়। মাহফিলে আগত মহিলাদের জন্য মহসিন কলেজ মাঠ, কাজেম আলী স্কুল মাঠ, কাপাসগোলা কলেজ মাঠ, গুলএজার বেগম স্কুল মাঠ, কিশালয় কমিউনিটি সেন্টারে প্যান্ডেল করা হচ্ছে এবং পুরুষ ও মহিলা প্যান্ডেলে আগত শ্রোতাদের জন্য পর্যাপ্ত টয়লেট ও প্র¯্রাবখানার ব্যবস্থা থাকবে। তাফসীর মাহফিলে প্রধান অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বিশেষ অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমীর সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। মাহফিলের উদ্বোধন ও সভাপতিত্ব করবেন ইসলামী সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের। পাঁচদিন ব্যাপী মাহফিলে প্রতিদিনের জন্য একজন করে প্রধান আলোচক থাকবেন। প্রথম দিনে পবিত্র কুরআন থেকে তাফসীর পেশ করবেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা হযরত মাওলানা আবদুল্লাহ আল আমীন, দ্বিতীয় দিন আলোচনা পেশ করবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, তৃতীয় দিন আলোচনা পেশ করবেন জনপ্রিয় বক্তা হযরত মাওলানা মুফতি আমির হামযা, চতুর্থ দিন আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছির হযরত মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দীন জাফরী এবং সমাপনী দিন আলোচনা পেশ করবেন দেশবরেণ্য মোফাচ্ছিরে কুরআন তৌহিদী জনতার প্রিয় ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ড. মিজানুর রহমান আজহারি। এছাড়া প্রতিদিন স্থানীয় ওলামায়েকেরামগণ আলোচনা পেশ করবেন। বিজ্ঞপ্তি