আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের ব্যবস্থাপনায় আগামী ১০ ও ১১ জানুয়ারি লালদীঘি ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। তাফসিরুল কোরআন মাহফিল প্রস্তুতি কমিটির এক সভা গতকাল ৭ জানুয়ারি নগরীর মোমিন রোডস্থ কার্যালয়ে আহব্বায়ক পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আসন্ন তাফসিরুল কোরআন মাহফিলে সবাইকে অংশগ্রহণ করে ঈমানি জিন্দেগি গড়ে তোলার আহবান জানান। সভায় আলোচনায় অংশ নেন মাওলানা স উ ম আব্দুস সামাদ, পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ, পীরজাদা মাওলানা সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, ড. অধ্যক্ষ মাওলানা ইসমাইল নোমানী, মাওলানা রেজাউল করিম তালুকদার, অধ্যাপক মীর আব্দুর রহিম মুনিরী, ইঞ্জিনিয়ার নুর হোসাইন, মাওলানা ইউনুস তৈয়বী, মাওলানা ইয়াসিন হোসাইন হায়দরী, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মুহাম্মদ আব্দুর রহিম, মাওলানা করিম উদ্দিন নূরী, আ ব ম খোরশিদ আলম খান, মুহাম্মদ ইব্রাহিম খলিল, অধ্যাপক জামাল উদ্দিন, সৈয়দ মুহাম্মদ আবু আজম, জসিম উদ্দীন মাহমুদ, মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান, ইয়াসিন রানা সোহেল, মাওলানা গিয়াস উদ্দিন নেজামী, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, আলমগীর ইসলাম বঈদি, নূর রায়হান চৌধুরী, আব্দুল করিম সেলিম, সৈয়দ সালাউদ্দিন খোকন প্রমুখ। বিজ্ঞপ্তি