বর্তমানে সারাদেশে চলমান তীব্র তাপদাহে জনজীবন চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। এ প্রেক্ষাপটে টেরীবাজার ব্যবসায়ী সমিতি উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেনের উদ্যোগে গত ১১ মে টেরীবাজার এলাকায় সর্বসাধারণের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। চলমান প্রচন্ড গরমে পথচারী ও সাধারণ মানুষের একটু স্বস্তি দিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। উপস্থিত লোকজন এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানান। এ সময় টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতিত আলহাজ আবদুল মান্নান এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং সকল ব্যবসায়ী ও সমাজসেবী ব্যক্তিবর্গকে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণের আহবান জানান। বিজ্ঞপ্তি