তাজকিয়া’র ‘যুগ জিজ্ঞাসা’র আসর

1

গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাÐারী (ক.)-এর ১১৯তম ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন সংগঠন ‘তাজকিয়া’ কর্তৃক পূর্ব ধারাবাহিকতায় আয়োজিত যুগ জিজ্ঞাসার আসর-‘২৫ গত ১২ জানুয়ারি রবিবার ‘বাঙালি মানস-সংস্কৃতি ও মাইজভান্ডারী ত্বরিকা’ প্রতিপাদ্য বিষয়ে এসজেডএইচএম ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাইজভান্ডারী একাডেমির গবেষণা সহকারী মোহাম্মদ সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল এবং আলোচনা করেন ঢাকাস্থ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিজামউদ্দিন জামি। পরিশেষে তাজকিয়ার কেন্দ্রীয় সভাপতি ডা. কৌশিক সায়মন শুভ’র সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি