তাজউদ্দিন আহমদের জন্মবার্ষিকী উদযাপিত

33

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রীসভার প্রথম অর্থমন্ত্রী, বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহকমী ১৯৭৫ সালের ৩রা নভেম্বর জেলখানায় নিহত বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের ৯৪তম জন্মবার্ষিকী ২৩ জুলাই পালিত হয়েছে।
বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ তাজউদ্দিন-এর জন্মদিন উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল-এর আয়োজন করে। এ উপলক্ষে বাদ জোহর কদম মোবারক এতিমখানায় দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হবে। সংগঠনের সহ-সভাপতি ডা. জামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদ চৌধুরী, প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ ফজলুল হক। আলোচনা করেন সংগঠনের সভাপতি প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, কার্যকরী সভাপতি মোহাম্মদ জহির, সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক এম.এ. নেওয়াজ, স.ম. জিয়াউর রহমান, রাশেদ মাহমুদ পিয়াস ও জয় বিশ্বাস সহ অন্যরা পরে শহীদ তাজউদ্দিন আহমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনায় আলোচকগণ বলেন, তাজউদ্দিন একজন খাঁটি দেশপ্রেমিক ও বঙ্গবন্ধুর প্রেমিক ছিলেন। যার একমাত্র গুণ ছিল সততা ও বিশ্বস্ততা। তিনি জীবন দিয়ে প্রমাণ করেছেন লোভ-প্রলোভন ও ক্ষমতা তার কাছে তুচ্ছ। তারা তাজউদ্দিনের জীবন থেকে শিক্ষা নিয়ে বর্তমান ও আগামী প্রজন্মকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহŸান জানান। বিজ্ঞপ্তি

রোটারি ক্লাব চিটাগাং
পাইওনিয়ার’র বৃক্ষরোপণ

গত ২২ জুলাই রোটারি ক্লাব অব চিটাগাং পাইওনিয়ারের উদ্যোগে রোটারি বর্ষ ২০১৯-২০ এর কার্যক্রম হিসেবে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়।


এই কর্মসূচিতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আইয়ুব খান বৃক্ষ রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে জলবায়ুর বিরুপ প্রভাব ঠেকাতে গাছের গুরুত্ব তুলে ধরে এই বৃক্ষরোপন কর্মসূচিকে স্বাগত জানান এবং বৃক্ষ রোপন কার্যক্রম গ্রহনের জন্য সকলের অংশগ্রহন কামনা করেন। ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান সুদীপ কুমার চন্দ বলেন, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা ও সুন্দর পরিবেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই। তিনি এই কার্যক্রমে অংশগ্রহনের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্লাবের এ্যাসিসট্যান্ট গভর্নর রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর পিপি রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, পিপি রোটারিয়ান এডভোকেট মো. রেজোয়ান, রোটারিয়ান ফজলুর রহমান স্বপন, রোটারিয়ান এডভোকেট দিল আফরোজ, পিএইচএফ, রোটারিয়ান এস.এম. মোস্তফা সহ আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ। আদালত প্রাঙ্গনে বনজ, ফলজ, ঔষধী বৃক্ষ ও ফুলের গাছসহ শতাধিক বৃক্ষ রোপন করা হয়। বিজ্ঞপ্তি