‘তাকওয়াপূর্ণ সমাজ গঠন সিয়ামের অন্যতম শিক্ষা’

1

ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন রাউজান ক্লাবের উদ্যোগে তাকওয়াপূর্ণ সমাজ গঠনই হোক রামাদানের অন্যতম অনুষঙ্গ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল গত ১৫ মার্চ নগরীর সাফা আর্কেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রবীণ আইনজীবী ও রাউজান ক্লাবের দাতা সদস্য এডভোকেট ড. শফিকুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচকের বক্তব্য দেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. আ.ক.ম আবদুল কাদের। আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামিক বিশ^বিদ্যালয় চট্টগ্রামের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. বি এম মফিজুর রহমান আল আজাহারি। অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরী, অতিরিক্ত সচিব কাজী মো. শফিউল আলম, চট্টগ্রাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হাসান, আন্তর্জাতিক ইসলামিক বিশ^বিদ্যালয় চট্টগ্রামের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর ড. আবদুল হামিদ চৌধুরী, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. কাজী হারুনুর রশীদ। বিশ^জয়ী হাফেজ আবু রায়হান, বিশ^জয়ী হাফেজ নাহিদুর রহমান ও বিশ^জয়ী হাফেজ নাহিয়ান কাউছারের মনোমুগ্ধকর তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলওয়াত করেন হাফেজ ক্বারী মোহতাসিম বিল্লাহ, হাফেজ মো. তৌহিদুল ইসলাম।
প্রধান আলোচকের বক্তব্যে ড. কাদের বলেন, তাকওয়াপূর্ণ সমাজ গঠন সিয়ামের অন্যতম শিক্ষা। সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করা খুবই সহজ। তাকওয়াভিত্তিক সমাজ গঠন করতে পারলেই সমাজে অপশাসন, দুঃশাসন, ফ্যাসিবাদের আর পুনরাবৃত্তি ঘটবে না। তিনি রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করার উদাত্ত আহবান জানান। গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যাপক ড. নু.ক.ম আকবর হোসেন, বাংলাদেশ রেলওয়ের সাবেক উপ-পরিচালক শফিকুল আলম খান, দৈনিক পূর্বকোণের চীফ রিপোর্টার নওশের আলী খান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর ফজলুল কাদের চৌধুরী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ, দৈনিক যুগান্তরের ব্যুরো চীফ শহীদুল্লাহ শাহরিয়ার, দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী, দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল, সময় টিভির সাংবাদিক আহসানুল কবীর লিটন, ক্লাব সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মহসীন চৌধুরী, সাংবাদিক আবুল মনসুর, সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আকবর, সহ সভাপতি রিয়াজুল হাসান, সহ সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন, ক্লাব সম্পাদক নাসির উদ্দিন বাবুল, সমাজকর্মী মইনুদ্দিন কাদের লাভলু, প্রমুখ। বিজ্ঞপ্তি