স্পোর্টস ডেস্ক
টুর্নামেন্টে রানের রেকর্ড গড়েছেন। সেমি-ফাইনালে অতিমানবীয় এক ইনিংস খেলেছেন। ফাইনালেও ৬০ হাজার দর্শকের নীল সমুদ্রের গর্জনকে উপেক্ষা করে দলকে তীরে নেওয়ার লড়াই করেছেন। শেষটায় পারেননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। একা আর কত! সতীর্থরা পারেননি তার লড়াইয়ে শামিল হতে। শেষ পর্যন্দ সঙ্গী তাই আরও একবার হৃদয় ভাঙার যন্ত্রণা। এই নিয়ে টানা তিন বছর, টানা তিনটি বিশ্বকাপ!
দুটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে বিশ্বকাপে টানা সর্বোচ্চ রান সংগ্রহকারী উলভার্ট। কিন্তু তিনবারই হাতছানি দিয়ে মিলিয়ে গেল ট্রফি। তিনবারই শিরোপার মঞ্চে তার চেহারায় আঁধার। তিনবারই রানার্স আপ!
২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে আসরের সর্বোচ্চ ২৩০ রান করেছিলেন তিনি। দেশের মাঠের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে ১৯ রানে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি করেন ২২৩ রান। কিন্তু নিউ জিল্যান্ডের কাছে ৩২ রানে হেরে দল আবার রানার্স আপ।
এবারের বেদনার তীব্রতা হয়তো আরও বেশি। ৯ ম্যাচে ২ সেঞ্চুরি আর ৩ ফিফটিতে ৫৭১ রান করেছেন তিনি ৭১.৩৭ গড় ও প্রায় ৯৯ স্ট্রাইক রেটে। নারী ওয়ানডে বিশ্বকাপের এক আসরে যা সর্বোচ্চ রানের রেকর্ড।
উলভার্ট পেরিয়ে গেছেন ২০২২ বিশ্বকাপে অ্যালিসা হিলির ৫০৯ রানকে।
ফাইনালে রোববার খেললেন ৯৮ বলে ১০১ রানের ইনিংস।











