জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের ‘বুঝিয়ে ফেরত পাঠাতে’ যাওয়া তথ্য উপদেষ্টার দিকে পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল শুক্রবার বিকালে মোহাম্মাদ হোসাইন নামে এই ব্যক্তিকে ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদের পর এই ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি একজন শিক্ষার্থী হলেও তার আর কোনো পরিচয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।
পুলিশের এক কর্মকর্তা বলেন, এই শিক্ষার্থীকে বৃহস্পতিবার রাতে আটক করা হয়। খবর বিডিনিউজের
আবাসন সংকট নিরসনসহ তিন দফা দাবি আদায়ে বুধবার পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন ও দপ্তর যমুনা অভিমুখে ‘লং মার্চ’ করে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেন। রাতে সেখানে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় হঠাৎ একটি পানির বোতল উড়ে এসে তার মাথায় আঘাত করে। এর কিছু আগে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে বলে তারা অভিযোগ করছিলেন উপদেষ্টার কাছে।
মাথায় আঘাতের পরে মাহফুজ বলেন, ‘আপনাদের অপকর্মের মাধ্যমে আপনারা পুলিশের অবস্থানকে নায্যতা দিলেন’।