ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে একটি গাছের ডালে গলায় ওড়না পেঁচিয়ে ‘আত্মহত্যার’ চেষ্টা করেছেন বহিরাগত এক তরুণী; যাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। খবর বিডিনিউজের
প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, মেয়েটি গলায় ফাঁস দিলে আশপাশের কয়েকজন দেখে ফেলে তাকে সাথে সাথে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী এখন হাসপাতালে সুস্থ আছেন।
ভাইয়ের সঙ্গে উত্তরায় বসবাস করা ওই শিক্ষার্থী কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন তা এখনও জানতে পারেননি তারা, বলেন তিনি।
ঘটনাস্থলে উপস্থিত জুলহাস কবির নামের এক প্রত্যক্ষদর্শী ফেসবুকে লিখেছেন,রাত ১১টার দিকে মেয়েটি মলচত্বরে ফাঁস নিয়েছিলেন। আমরা কয়েকজন সাথে সাথে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করি। আর একটু দেরি হলেই হয়তো মেয়েটিকে আর বাঁচানো যেত না।