ঢাকা পাইওনিয়ার ফুটবল লিগে শোভনীয়ার টানা তৃতীয় জয়

22

বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে আয়োজিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন পাইওনিয়ার ফুটবল লিগে অংশগ্রহণকারী দল মাদারবাড়ী শোভনীয়া ক্লাব নিজেদের তৃতীয় খেলায় রহমান ফুটবল অ্যাকাডেমিকে ৫-০ গোলে পরাজিত করেছে। খেলার ২৭, ৪৯ ও ৬১ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করে অমিত দাশ।
খেলার ৫৫ মিনিটে শাকিবুল ৪র্থ গোল এবং ৭৩ মিনিটে অজিত দাশ ৫ম গোল করে। উক্ত খেলার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় হ্যাটট্রিক করা অমিত দাশ। তিন খেলায় ৯ পয়েন্ট নিয়ে ‘ক’ জোনে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব। নিজেদের চতুর্থ খেলায় আগামী ২৮ অক্টোবর খিলগাঁও স্কুল মাঠে খিলগাঁও ফুটবল অ্যাকাডেমির মোকাবেলা করবে।