ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু

3

নিজস্ব প্রতিবেদক

ভয়াবহ বন্যায় ঢাকা-চট্টগ্রাম রুটের ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত অংশে দুটি রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় চারদিন ট্রেন চলাচল বন্ধ ছিল। এরমধ্যে ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউন লাইনের পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় গতকাল রাতেই দুটি ট্রেন রেল স্টেশন ছেড়ে যায়। আজ মঙ্গলবার থেকে নির্ধারিত সময়ে সবকটি ট্রেন ছেড়ে যাবে বলে জানিয়েছে রেলওয়ে পরিবহন বিভাগ।
পরিবহন বিভাগ জানায়, গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম স্টেশন ছাড়বে ঢাকাগামী আন্তনগর ট্রেন তূর্ণা নিশিথা এবং রাত পৌনে ১২টায় ঢাকাগামী চট্টগ্রাম মেইল চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ‘সৃষ্ট বন্যায় ঢাকা-চট্টগ্রাম রুটের দুটি লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। লাইনে পানি থাকায় ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইন বাদ দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউন লাইনে ট্রেন চালানো হবে। আজ মঙ্গলবার থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব কটি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।’
রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয় সূত্র জানায়, প্রবল বর্ষণ ও অতি বৃষ্টির কারণে পূর্বাঞ্চলের বিভিন্ন সেকশনে রেল লাইনের নিচের মাটি সরে গিয়ে রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। অতি বৃষ্টির কারণে ফেনীর ফাজিলপুর-কালিদহ সেকশনের নিচ থেকে মাটি, পাথরসহ স্লিপার সরে গিয়ে রেল লাইন বেঁকে যায়। এতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও চট্টগ্রাম-নাজিরহাট-দোহাজারী- কক্সবাজার সেকশনেও একইভাবে লাইনের নিচ থেকে মাটি সরে গিয়ে লাইন বেঁকে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ করার জন্য ডিইএন-১ (চট্টগ্রাম) অনুরোধ জানান। তবে গত রবিবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়।
রেলওেেয় বিভাগীয় প্রকোশলী আবু রাফি মো. ইমতিয়াজ হোসাইন পূর্বদেশকে বলেন, ফেনীর স্টেশনসহ আশপাশের এলাকার রেললাইন পুরোপুরি ডুবে ছিল। ফাজিলপুর, নাঙ্গলকোটে পানির স্তর অনেক বেশি ছিল। মুহুরি প্রজেক্টের কাছে রেললাইনে পানি ছুঁইছুঁই। কিছু জায়গায় লাইন বসে গেছে। যে কারণে ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পানির স্তর কিছুটা নামার পর রেললাইন পরীক্ষা করে কিছুটা উন্নতি দেখা গেলে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। তবে বন্যায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে বড় ধরনের ক্ষতি হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।