ঢাকার ৪টি ফ্লাইট নামল চট্টগ্রামে

1

নিজস্ব প্রতিবেদক

বৈরী আবহাওয়ার কারণে ঢাকার পরিবর্তে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে চারটি ফ্লাইট। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটা থেকে সোয়া পাঁচটার মধ্যে এসব ফ্লাইট নামে।
বিমানবন্দর সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট-৫১৪। এটি ঢাকার পরিবর্তে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল চারটা ৩৩ মিনিটে অবতরণ করে।
কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া এয়ার অ্যাস্ট্রা ফ্লাইট-৪৪৬ শাহ আমানতে নামে বিকেল চারটা ৩২ মিনিটে। রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া ইউএস বাংলার ফ্লাইট বিএস-১৬৪ বিকেল চারটা ৪৭ মিনিটে চট্টগ্রাম পৌঁছে এবং একই প্রতিষ্ঠানের সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া ফ্লাইট বিএস-১৮৮ শাহ আমানতে পৌঁছে বিকেল পাঁচটা ১৫ মিনিটে।