ঢাকাইয়া আকবর হত্যা : গ্রেপ্তার ১

1

পূর্বদেশ ডেস্ক

চট্টগ্রাম পুলিশের ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’ আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নগরীর চান্দগাঁওয়ের সিডিএ এলাকা থেকে সোমবার রাত সাড়ে ১১ টার দিকে মোহাম্মদ আলভীনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৭। আলভীন চান্দগাঁওয়ের ফরিদার পাড়া এলাকার মোহাম্মদ জসিমের ছেলে।
র‌্যাব বলছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলভীনকে গ্রেপ্তার করা হয়। এ হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি হলেন আলভীন।
কিছুদিন আগে ঢাকায় একটি শপিং মল থেকে গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের সন্ত্রাসী ছোট সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত ছিলেন এই ঢাকাইয়া আকবর। ৩২ বছর বয়সী আকবরের নামে নগরীর বিভিন্ন থানায় বেশকিছু মামলা রয়েছে। তিনি ইটের ব্যবসাও করেছেন। খবর বিডিনিউজের
র‌্যাবের ভাষ্য, ‘আসামিদের সাথে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তারসহ ব্যবসা-বাণিজ্য নিয়ে আকবরের বিরোধ ছিল’।
গত শুক্রবার রাতে নগরীর পতেঙ্গায় সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় দুর্বৃত্তরা এসে ঢাকাইয়া আকবরকে গুলি করে পালিয়ে যায় বলে পুলিশের ভাষ্য।
রবিবার সকাল ৮ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানিয়েছিলেন। এ ঘটনায় আকবরের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।