ড. মোহাম্মদ ইউনূস এর নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা

2

কর্ণফুলী উপজেলার আজিম-হাকিম স্কুল এন্ড কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর সকাল ১১টার দিকে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে স্মরণসভার শুরুতে সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মন্জুরুল আলম এর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি লায়ন মো. হাকিম আলী। বক্তব্যে তিনি বলেন, জুলাই বিপ্লব গণঅভ্যুত্থানে শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হয়ে দেশ স্বৈরাচারী শাসক থেকে মুক্ত হয়েছে। বৈষম্য-ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনে ড. মোহাম্মদ ইউনূস এর নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। এতে সর্বস্তরে মানুষের সহযোগিতা প্রয়োজন। বিশেষ অতিথির বক্তব্য দেন স্কুল পরিচালনা কমিটির সদস্য এম. এ ছালাম, চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম খাঁন, চরপাথরঘাটার সামাজিক সংগঠন জাগরণী সংঘের সাবেক সভাপতি ও চরপাথরঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামী ব্যবসায়ী ফোরামের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সামাজিক সংগঠক, ছাত্র প্রতিনিধিরা। শেষে ছাত্র আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা দোয়া মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি