ড. মাহমুদ হাসানের মৃত্যুবার্ষিকী পালিত

35

মালয়েশিয়া আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য ও দানবীর মরহুম ড. মাহমুদ হাসানের তৃতীয় মৃত্যুবার্ষিকী ১ এপ্রিল মরহুমের গ্রামের বাড়ি ফটিকছড়ির নানুপুরে পালিত হয়েছে। এ উপলক্ষে ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ফটিকছড়ির প্রতিটি ইউনিয়ন, পৌরসভায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও দলীয় ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানুপুর রহমত বাড়ীস্থ মরহুমের কবরে ফুলদিয়ে শ্রদ্ধা জানানো হয়। মৃত্যুবার্ষিকীতে মরহুমের বড় পুত্র চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আখতার উদ্দিন মাহমুদ পারভেজ বলেন, আমার বাবার নাম বাচিঁয়ে রাখতে ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশন ও সেরীমেছান গ্রুপ অব কোম্পানিজের উদ্যোগে বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি। মানুষের কল্যাণে আমরা আজীবন কাজ করে যাব। উল্লেখ্য যে, মরহুম মাহমুদ হাসান ফটিকছড়ি, হাটহাজারী, সিতাকুন্ড, নীলফামারী, চট্টগ্রাম মহানগর, কক্সবাজারে অবস্থিত ৪৭টি উচ্চ বিদ্যালযের আজীবন দাতা, প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী ছিলেন। তিনি ঐতিহ্যাসিক লালদীঘির মাঠের স্বাধীনতা মেলার আমৃত্যু চেয়ারম্যান সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন। দানবীর মাহমুদ হাসানের নামে ফটিকছড়িতে সড়ক, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনসহ নানা স্থাপনা রয়েছে। নাজিরহাট প্রতিনিধি