ড. দীপঙ্করের মহাস্থবির বরণ উদ্যাপন কমিটি

1

চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. দীপঙ্কর স্থবিরের মহাস্থবির বরণ উদ্যাপন উপলক্ষে গত ১১ এপ্রিল শুক্রবার শতাধিক প্রতিনিধিত্বশীল ব্যক্তি ও ভিক্ষুসংঘের উপস্থিতিতে অধ্যাপক সেবপ্রিয় বড়ুয়া সিদ্ধার্থ’র সঞ্চালনায় বিহার প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের, প্রধান অতিথি অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব এস. লোকজিৎ মহাথের, আশীর্বাদক ছিলেন প্রিয়রতœ মহাথের। আলোচনা শেষে উপস্থিত সর্বসম্মতিক্রমে ৭ সদস্যবিশিষ্ট এক জুরিবোর্ড গঠন করা হয়। জুরিবোর্ডের সার্বিক বিবেচনায় অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবিরকে সভাপতি, প্রকৌশলী ভবতোষ বড়ুয়াকে মহাসচিব, ড. অর্থদর্শী বড়ুয়াকে প্রধান সমন্বয়ক, প্রিয়রত্ন মহাথেরকে অর্থসচিব, অধ্যক্ষ শিমুল বড়ুয়াকে প্রকাশনা চেয়ারম্যান, অধ্যাপক সেবপ্রিয় বড়ুয়া সিদ্ধার্থকে প্রকশনা সচিব করে ১৫১ জন বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন। অন্যদের মধ্যে আছেন অভ্যর্থনা চেয়ারম্যান এইচ. শীলজ্যোতি মহাথের, সচিব অধ্যক্ষ উদয় প্রসাদ বড়ুয়া, প্রচার চেয়ারম্যান লায়ন মানস বড়ুয়া রাসেল, সচিব প্রকৌশলী রনি চৌধুরী, মহিলা সম্পাদিকা পূর্ণিমা বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি