রাউজান প্রতিনিধি
শতাব্দির আলোকিত বাঙালি বৌদ্ধ জাতির অহংকার বৌদ্ধ সংঘ মনীষা, বাংলাদেশ বুদ্ধ শাসন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ গুরু, একুশে পদকপ্রাপ্ত, অগ্রমহামন্ডিত, মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের ১০০তম জন্মবার্ষিকী উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে রাউজান সদ্ধর্মগ্রাম বিনাজুরী শ্মশান বিহার মাঠে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন উপ-সংঘরাজ ধর্মপ্রিয় মহাথের। এতে অতিথি ছিলেন উপ-সংঘরাজ প্রিয়দর্শী মহাথের, ভারপ্রাপ্ত সভাপতি ভদন্ত প্রিয়নন্দ মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত সংঘপ্রিয় মহাথের, ধর্মদেশক ছিলেন ভদন্ত বিনয়পাল মহাথের, ভদন্ত ধর্মদূত ভদন্ত তিলোকাবংশ মহাথের, ভদন্ত বিপুলাবংশ মহাথের, ভদন্ত বিপুলসেন মহাথের, ভদন্ত ধর্মপাল মহাথের, ভদন্ত জ্ঞানইন্দ্রিয় মহাথের, ভদন্ত এস লোকজিৎ মহাথের, ভদন্ত ড. দেবপ্রিয় মহাথের, ভদন্ত মেত্তাবংশ মহাথের।
জন্মোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি ভদন্ত বুদ্ধপাল মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উদ্যাপন পরিষদের প্রধান সমন্বয়কারী ভদন্ত শাসনান্দ মহাথের। শুভেচ্ছা বক্তব্য রাখেন উদ্যাপন পরিষদের মহাসচিব ভদন্ত প্রিয়ানন্দ মহাথের ও কার্যকরী সভাপতি ভদন্ত বুদ্ধরতœমহাথের। এসময় দেশের বিভিন্নস্থান থেকে ধর্মদেশক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থান থেকে প্রায় অর্ধলক্ষ নারী-পুরুষের সমাগম ঘটে। একই সাথে পুস্প, ক্রেস্ট, মানপত্রসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে ড. জ্ঞানশ্রী মহাস্থবিরকে শ্রদ্ধা জানানো হয়।