মুহাম্মদ টিপু সুলতান
অত্র এলাকার গর্বিত সম্পদ, প্রাজ্ঞ ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট গবেষক ও বহুগ্রন্থপ্রণেতা- ড. মোহাম্মদ আবদুল হালিম ক্বাদেরী তিনি আমাদের সমাজে এক আলোকবর্তিকা, যাঁর জীবন ও কর্ম ইসলামী জ্ঞান, সাধনা ও নৈতিকতায় এক উজ্জ্বল দৃষ্টান্ত! ধর্মীয় চিন্তাচর্চা ও গবেষণায় তাঁর অঙ্গীকার, নিষ্ঠা ও প্রজ্ঞা তাঁকে ইসলামী বুদ্ধিবৃত্তিক পরিমÐলে এক অনন্য উচ্চতায় আসীন করেছে।
বিশ্ববিখ্যাত হাদীস বিশারদ ইমাম মুসলিম (রহ.)–এর জীবন ও কর্মের ওপর মৌলিক গবেষণার মাধ্যমে তিনি অর্জন করেছেন পিএইচ.ডি. ডিগ্রি- যা তাঁর গভীর অধ্যয়ন, চিন্তার স্বচ্ছতা ও মৌলিকতা প্রমাণ করে। এ গবেষণা নিঃসন্দেহে ইসলামী জ্ঞানভান্ডারে এক মূল্যবান সংযোজন হিসেবে বিবেচিত।
স¤প্রতি তাঁর রচিত গ্রন্থ “নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শ্রেষ্ঠত্ব” (খÐ-২) পাঠকমহলে দারুণ প্রশংসিত হয়েছে, যা সিরাত সাহিত্যে এক অনন্য সংযোজন। তাঁর লেখনীতে আক্বীদা, সিরাত, আহলুল বাইতের মর্যাদা, যুগসন্ধিক্ষণের মনীষীদের জীবনী ও ইসলামি দর্শনের পরিশুদ্ধ ব্যাখ্যা অত্যন্ত পরিমার্জিত ভাষায় প্রতিফলিত হয়েছে।
ড. ক্বাদেরী সাহেবে রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল এম এ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাঁর মূল্যবান গ্রন্থ ইমাম মুসলিম রহ: জীবন ও কর্ম বইটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে অনার্স লেবেলে সিলেবাসভুক্ত হয়েছে।তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহের তালিকা নিচে তুলে ধরা হলো- ১. ইমাম মুসলিম (রহ.): জীবন ও কর্ম (২০১২) ২. নূর তত্ত¡ (২০১৩) ৩. হৃদয়ের আয়নায় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (২০১৪) ৪. আ-লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম (২০১৫) ৫. অনুবাদগ্রন্থ: দালাইলুল খায়রাত (২০১৬) ৬. অধ্যক্ষ মুহাম্মদ জালালুদ্দীন আল-কাদেরী (রহ.): একটি বিস্ময়কর প্রতিভা (২০১৭) ৭. খোলাফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (২০১৭) ৮. আমাদের অনন্য সনদ (২০১৮) ৯. পবিত্র ইমাম হোসাইন (রা.) ও নাপাক ইয়াযিদ (২০১৯) ১০. শেরে মিল্লাত মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমী (রহ.) স্মারকগ্রন্থ (২০২০) ১১. প্রতীক্ষিত ইমাম মাহদী (আ.) (২০২০) ১২. না’তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (২০২০) ১৩. নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা ফরয (২০২১) ১৪. পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (২০২১) ১৫. ইসলামের সহীহ আক্বীদা ও আমল (২০২২) ১৬. বড় হুযুর কেবলার জীবন ও শিক্ষাদর্শন (২০২৩) ১৭. নবী করীম (সা.)-এর শ্রেষ্ঠত্ব (খÐ-১) (২০২৪) ১৮. নবী করীম (সা.)এর শ্রেষ্ঠত্ব (খÐ-২) (২০২৫)
এইসব মূল্যবান রচনার মধ্য দিয়ে তিনি ইসলামি চিন্তার বিভিন্ন দিককে যেমন সুন্দরভাবে উপস্থাপন করেছেন, তেমনি প্রমাণ করেছেন তাঁর প্রাজ্ঞতা, দায়বদ্ধতা ও হৃদয়সম্পৃক্ততা। তাঁর সাহিত্যকীর্তি আমাদের সমাজ ও আগামী প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ, যা ইসলামী মূল্যবোধ ও চিন্তার বিকাশে যুগান্তকারী ভূমিকা রাখবে।
উল্লেখ্য, তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ সম্মাননা ও ধন্যবাদপত্র প্রদান করে।
আমরা এই মহান চিন্তাবিদ, শিক্ষক ও লেখক ড. মোহাম্মদ আবদুল হালিম ক্বাদেরী সাহেবের সুস্থতা, দীর্ঘায়ু ও নবনব কীর্তির জন্য পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করি।
লেখক : প্রাবন্ধিক