‘ড্রোন নির্মাতা’ আশিরকে অর্থ সহায়তা তারেক রহমানের

8

পূর্বদেশ ডেস্ক

বাঁশখালীতে ব্যক্তিগত উদ্যোগে ‘ড্রোন নির্মাতা’ মোহাম্মদ আশির উদ্দিনের বাড়িতে গেছেন ‘আমরা বিএনপি পরিবারের’ একটি প্রতিনিধি দল। গতকাল সোমবার দুপুরে প্রতিনিধি দলটি বাঁশখালীর পুইছড়িতে মোহাম্মদ আশির উদ্দিনের বাড়িতে যায়।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে কারিগরি সহযোগিতা হিসেবে আশির উদ্দিনের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি তার আরও বেশি দক্ষতা অর্জনের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলটি মোহাম্মদ আশির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।
রুহুল কবির রিজভী বলেন, আমাদের এ সমাজে কত যে আলভা এডিসন, কত যে জেমস ওয়ার্ল্ড, কত যে রাইট ভাতৃদ্বয় রাইট ব্রাদার্সরা জন্ম হচ্ছে, কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে এরা অংকুরেই ঝরে যায়। একটি ছেলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে একটি আবিষ্কার করেছে,সেটি হচ্ছে ড্রোন আবিষ্কার। বিশ্বে যেটির নানাদিক থেকেই অত্যন্ত কদর রয়েছে। এ আবিষ্কার সারা জাতিকে অনুপ্রাণিত করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতটা অনুপ্রাণিত ও মুগ্ধ হয়েছেন যে, তার নির্দেশে আতিকুর রহমান রুম্মন এবং মিথুনের নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’ আপনাদের এ অঞ্চলে এসেছি। তিনি বলেন, তারেক রহমানের এ প্রত্যন্ত অঞ্চলের একজন প্রতিভাবানকে স্বীকৃতি দেওয়া- যেন এই প্রতিভা অংকুরেই ঝরে না যায়, এই প্রতিভা যেন বিকশিত হতে পারে। যাতে সামনে নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে আরও কৃতিত্ব অর্জন করতে পারে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন আমরা বিএনপি পরিবারের আহব্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।
মোহাম্মদ আশির উদ্দিনের সাথে সাক্ষাৎকালে ‘আমরা বিএনপি পরিবারের’ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবারের’ উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহব্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহব্বায়ক মিসকাতুল ইসলাম পাপ্পা, সাবেক যুগ্ম আহব্বায়ক লেয়াকত আলী, সদস্য জহিরুল ইসলাম আলমগীর, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।