রাঙ্গুনিয়া প্রতিনিধি
কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজের জন্য আজ ভোর ৬টা থেকে আগামি ১৮ মে পর্যন্ত রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-রাইখালী নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরী চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগ বাড়ার আশঙ্কা করছেন এই পথে যাতায়াতকারী সাধারণ মানুষ। এই এ ফেরীঘাট দিয়ে প্রতিদিন শত শত যানবাহন নদী পারাপার করে থাকে।
রাঙামাটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সওজ রাঙামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। তিনি বলেন, ‘ড্রেজিং কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে ব্যস্ততম এই নৌ-রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে’।
এই সময়ে বিকল্প হিসেবে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া-পদুয়া-সুখবিলাস সড়ক (কালিন্দী রাণী সড়ক) ব্যবহার করতে যাত্রী ও পরিবহন চালকদের অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা ফেরীঘাট এলাকা হয়ে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরীঘাট এবং কর্ণপুলী নদী পাড়ি দিয়ে প্রতিদিন শত শত যাত্রী ও পণ্যবাহী ভারী, মাঝারি এবং হালকা যানবাহন চলাচল করে থাকে।