ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে জরিমানা

1

নিজস্ব প্রতিবেদক

লাইসেন্স গ্রহণ ব্যতীত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। নগরের পাহাড়তলী সাগরিকা মোড়ের তানহা ড্রিংকিং ওয়াটার নামে এ প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম মহানগরের কাট্টলী সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ হাসান।
বিএসটিআই জানিয়েছে, তানহা ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানটিকে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বাধ্যতামূলক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জার) পণ্য উৎপাদনপূর্বক বিক্রি-বিতরণ ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বিএসটিআই’র প্রসিকিউটিং কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও মো. রাশেদ, পরীক্ষক (মেট)।