ড্যাবের যুগ্ম মহাসচিব হলেন ডা. বেলায়েত হোসেন ঢালী

2

শিশুরোগ বিশেষজ্ঞ ও পেশাজীবী নেতা ডা. বেলায়েত হোসেন ঢালী সদ্য ঘোষিত কমিটিতে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন।
তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক, নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সদস্য এবং মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের গভর্নিং বডির সদস্য, সালেহা মান্নান ঢালী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, বৃটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট এর স্বাস্থ্য সেবা ও মেডিকেল টিম প্রধান, বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন (বিপিএ) এর সদ্য সাবেক সদস্য সচিব। বিজ্ঞপ্তি