চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধুমাত্র সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। সরকারি ও বেসরকারি সেবা সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগই পারে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে।
গতকাল মঙ্গলবার দুপুরে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন। বৈঠকে নগরীতে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন ও স্বাস্থ্যসেবার সমন্বিত উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে এমএসএফ এর প্রধান পরিচালক অ্যান্টোনিনো কারাডোনা, এমএসএফ-এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস্টিনামাচ, বাংলাদেশে এমএসএফ-এর উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজওয়ানুর রহমান মাসুম, ওয়াটসন ও স্যানিটেশন উপদেষ্টা ফ্রান্সোয়া কুইক, রেফারেল টিম সুপারভাইজার এসএম সিফাত।
বৈঠকে মেয়র ডা. শাহাদাত হোসেন চসিকের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিনিধিদের অবহিত করেন। তিনি বলেন, নগরীর বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কর্মসূচি পরিচালিত হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে, যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করা হচ্ছে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর প্রস্তুতি জোরদার করা হয়েছে, যাতে রোগীরা দ্রুত চিকিৎসা পান। ডেঙ্গু হটস্পট শনাক্তকরণে জরিপ ও মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে। মেমন হাসপাতালে চালু করা হয়েছিল ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ সেল। চসিক ইতোমধ্যে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে, যেখানে প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে ফগিং ও লার্ভিসাইড ছিটানো হচ্ছে।
এমএসএফ প্রতিনিধিরা চট্টগ্রামে ডেঙ্গু চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে তাদের আগ্রহ প্রকাশ করেন এবং বিশেষজ্ঞ প্রশিক্ষণ, লজিস্টিক সহায়তা ও সরঞ্জাম সরবরাহের মাধ্যমে চসিককে সহযোগিতার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি