ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু

3

পূর্বদেশ ডেস্ক

দেশে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে গত একদিনে ১০ জনের প্রাণ গেছে; এই সময়ে নতুন আক্রান্ত ৮৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে এই মৃত্যু চলতি বছর একদিনের হিসাবে সর্বোচ্চ। এর আগে গত ২ নভেম্বরও ১০ জনের মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে এ বছর ৪৪৮ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। আর নতুন আক্রান্তদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার ৭১২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর গতকাল শনিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে চারজন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিনজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগীয় এলাকার হাসপাতালে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজের।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৩৯১ জন, ঢাকা বিভাগের হাসপাতালে ১০৩ জন, ময়মনসিংহে ২৭ জন, চট্টগ্রামে ৬৯ জন, খুলনায় ১০৭ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে চারজন, বরিশাল বিভাগে ১৪৪ জন এবং সিলেট বিভাগের হাসপাতালে একজন ভর্তি হয়েছেন।