পূর্বদেশ ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের প্রাণ গেছে; হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৩ জন। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ২৬৯ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৬৬ হাজার ৪২৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল সোমবারের বুলেটিনে বলা হয়েছে, নতুন করে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা উত্তর সিটিতে চারজন, ঢাকা দক্ষিণ সিটিতে একজন ও বরিশাল বিভাগের হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজের।চলতি অক্টোবর মাসের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৭১ জনের মৃত্যু হয়েছে। তার আগে সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি ৭৬ জনের মৃত্যু হয়েছে।
এর আগে আগস্টে ৩৯, জুলাইয়ে ৪১, জুনে ১৯, মে মাসে তিন, এপ্রিলে সাত, ফেব্রুয়ারিতে তিন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয়েছে এইডিস মশাবাহিত এই রোগে। মার্চ মাসে কেউ মারা যায়নি।
অপরদিকে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ১১৬১ জন, ফেব্রæয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১৭৭৩, জুনে ৫৯৫১, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন হাসপাতালে ভর্তি হন। সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং ২৬ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৮১ জন রোগী।











