নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যুর খবর দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন ৩৯ জন। ডেঙ্গুতে মৃত দুইজন হলেন ওমর ফারুক (২০) এবং শাবানা (৩০)। ওমর ফারুক বান্দরবানের লামা এলাকার এবং শাবানা সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। দুজনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন ছিলেন। গতকাল সোমবারের সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এর মধ্যে ২৫ জনই ভর্তি হয়েছেন চমেক হাসপাতালে। বাকি ১০ জনের মধ্যে ৪ জন বিভিন্ন উপজেলা হাসপাতালে ও ৬ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এ বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৬৪৪ জন। এর মধ্যে চলতি নভেম্বরে ভর্তি হন ৭০৯ জন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।