ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সিরাজী

1

চকরিয়া প্রতিনিধি

চকরিয়ার ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ওই কলেজেরই শিক্ষক লেখক গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। গতকাল সোমবার মন্ত্রণালয়ের এক পরিপত্রে জ্যেষ্ঠতার ভিত্তিতেই এ ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ প্রদান করা হয় বলে উল্লেখ করা হয়।
এদিকে সোমবার দুপুরে ডুলাহাজারা ডিগ্রি কলেজ গভর্নিং বড়ির (এডহক কমিটি) সভাপতি অধ্যাপক ছাবের আহমদের সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় নেয়া সিদ্ধান্তসমূহ রেজ্যুলেশন আকারে পাশ করে অধ্যাপক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
অধ্যাপক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ডুলাহাজারা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত হওয়ায় কলেজের শিক্ষক পরিষদ, ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন জানানো হয়।