ডি ব্রুইনার শেষ ম্যাচ জয় দিয়ে রাঙাল সিটি

1

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার সিটির জার্সিতে নিজের শেষ ম্যাচে গতকাল মাঠে নেমেছেন কেভিন ডি ব্রুইনা। গ্যালারিতে ভিড় করা ভক্তরা এই তারকার জার্সি পরেই আসে খেলা দেখতে। এ ম্যাচে বোর্নমাউথকে ৩-১ ব্যবধানে হারিয়েছেন ম্যানচেস্টার সিটি। ওমার মার্মুশের গোলে সিটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করে বের্নার্দো সিলভা। এই জয়ে তিন ধাপ এগিয়েছে পেপ গার্দিওলার দল। তৃতীয় স্থানে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা আরও জোরাল হয়েছে তাদের।