ডেল স্টেইন ও কুইন্টন ডি কক, দক্ষিণ আফ্রিকার জার্সিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে দেশে ফিরেছেন, ১৪ দিন স্বেচ্ছায় আলাদা থাকতে হবে মিচেল ম্যাকলেনাহানকে। নিউজিল্যান্ড পেসার বাড়ি ফিরলেও তাই তার স্ত্রী চলে গেছেন বাপের বাড়ি। কারণ একটাই, করোনাভাইরাস আতঙ্ক। স্ত্রী যেখানে বাড়ি ছেড়ে যাচ্ছেন, সেখানে ডেল স্টেইন কিনা সেলফ-কোয়ারেন্টাইনে সঙ্গী চাইছেন কুইন্টন ডি কককে!
কিন্তু কেন? ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে এই পেসার জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার ভালো রান্না করতে পারেন। সতীর্থদের মধ্যে কাউকে নিয়ে কোয়ারেন্টাইনে যেতে হলে স্টেইন ডি কককেই সঙ্গী হিসেবে চাইবেন।
ভারত সফর করে যাওয়া দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের এমনিতেই আলাদা থাকতে হচ্ছে। অধিনায়ক ডি ককও আলাদা থাকছেন। পিএসএল থেকে ফেরা স্টেইন কোয়ারেন্টাইনে তাকেই সঙ্গী হিসেবে চাইছেন, ‘কুইন্টন ডি ককের সঙ্গে কোয়ারেন্টাইনে যেতে পারলে ভালো লাগবে।’ তাকেই কেন বেছেন নিলেন এমন প্রশ্নে স্টেইনের উত্তর, ‘ও আমার খুব পছন্দের একজন। যদি আপনি ও হোটেল রুমে যান, দেখবেন হয় সে মাছ ধরার ছিপ তৈরি করছে কিংবা মাছ ধরার ভিডিও দেখছে। অথবা দেখবেন রান্নার ভিডিও দেখছে।’