ডি আর কঙ্গোতে অ্যানথ্রাক্সে ৫০ জলহস্তীর প্রাণ গেল

1

আফ্রিকার বিরুঙ্গা ন্যাশনাল পার্কে ৫০টি জলহস্তীসহ আরও বেশ কয়েকটি বড় প্রাণী মারা গেছে। প্রাণীগুলোর মরদেহ পরীক্ষায় অ্যানথ্রাক্সের উপস্থিতি পাওয়া গেছে। মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডি আর কঙ্গো) এই বিরুঙ্গা ন্যাশনাল পার্কের অবস্থান। পার্ক সংলগ্ন ইশাশা নদীর পানিতে প্রাণীগুলোর মরদেহ ভেসে থাকতে দেখা যায়। নদীর তীরেও কিছু প্রাণীর মরদেহ পড়ে ছিল। খবর বিবিসির।
পার্ক কর্তৃপক্ষ জানায়, এসব প্রাণীর মরদেহ প্রথম দেখা যেতে শুরু করে গত সপ্তাহ থেকে। পার্কের পরিচালক ইমানুয়েল ডে মেরোড বলেন, প্রাণীগুলোর মরদেহ উদ্ধার ও সমাধিস্থ করার কাজ চলছে, যেন সংক্রমণ আর না ছড়ায়। তবে কাজটি খুবই কঠিন, কারণ কোনো এক্সকাভেটর (খননযন্ত্র) নেই।
তিনি রয়টার্সকে বলেন, কাজটি কঠিন, কারণ প্রবেশাধিকার এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে। আমাদের কাছে এমন ব্যবস্থা আছে যা দিয়ে আমরা সংক্রমণের বিস্তার সীমিত করতে পারি… তা হলো এসব মরদেহ ক্ষারযুক্ত সোডা দিয়ে সমাধিস্থ করা।