পূর্বদেশ ডেস্ক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সবার ঐকমত্যের ভিত্তিতে একটি সনদ প্রস্তুত করবো, সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়ন করবো, তারপর নির্বাচনের দিকে যাবো। এ বছরের ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। গতকাল বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এক অধিবেশনে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএনের সাংবাদিক বেকি এন্ডারসনের সঙ্গে আলাপকালে তিনি এসব তিনি এসব কথা বলেন। খবর বাংলা ট্রিবিউনের।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের প্রথম দায়িত্ব হলো, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা। তারপর বাংলাদেশ, সমাজ, তার প্রতিষ্ঠানগুলোকে পুনরায় তৈরি করা। এগুলো করার জন্য আমাদের সংস্কারের মতো প্রক্রিয়া হাতে নিতে হয়েছে। আমরা ১৫টি ভিন্ন সংস্কার কমিশন গঠন করেছি। কমিশনগুলো তাদের সুপারিশ ইতোমধ্যে দিয়েছে। এখন আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সুপারিশগুলো নিয়ে আলোচনা করবো।
নির্বাচনের পর আরও কিছু সময় নেতৃত্বে থাকার ইচ্ছা সম্পর্কে এক প্রশ্নে ড. ইউনূস বলেন, এটা আগেও স্পষ্ট করে বলেছি। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর যে কাজে ছিলাম, সেখানেই ফিরে যাব। কারণ সে কাজেই আমি আনন্দ পাই।
সবকিছু ভেঙে তছনছ হয়ে গেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের এক একটি টুকরো গেঁথে নতুন করে তৈরি করতে হবে। উদাহরণ সরূপ-আমাদের ব্যাংকিং সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। ব্যাংক থেকে ১৬ বিলিয়ন ডলার চুরি করা হয়েছে। ১৭ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করা হয়। অর্থনীতি ভেঙে পড়েছিল, আমাদের নতুন করে সেগুলো করতে হয়েছে, রিজার্ভ ছিল নি¤œমুখী।
শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের কাছ থেকে কোনও সাড়া মিলেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। হত্যা, গুম, নির্যাতন, কীভাবে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের গুলি করে মারা হয়েছে, সবকিছু প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। সবকিছু রেকর্ডে আছে এখন। সুতরাং আমাদের এখন কারও কাছে গিয়ে কী কী হয়েছে জানানোর প্রয়োজন নেই।
তিনি বলেন, আমরা জাতিসংঘের সুপারিশগুলো নিয়ে কাজ করবো, যাতে এসব ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমরা বিশ্বের কাছ থেকে ব্যাপক সহায়তা পেয়েছি। সবাই আমাদের আশ্বস্ত করেছে সহায়তা করার। তারা আমাদের সঙ্গে মিলে নতুন বাংলাদেশ গড়তে চায়। পুরো দেশ ধ্বংস করে দেওয়া হয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। আমরা সেগুলো ফেরত আনার চেষ্টা করছি কিন্তু প্রক্রিয়া অনেক জটিল।
এর আগে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অংশ নিতে বুধবার রাতে দুবাই পৌঁছান প্রধান উপদেষ্টা। সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দুবাইয়ে স্বাগত জানান।
গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দীন দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন এবং ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।
এরপর থেকেই বিএনপিসহ বড় রাজনৈতিক দলগুলো নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সুবিধার্থে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে আসছে। তবে অন্তর্বর্তী সরকার জানিয়েছে, নির্বাচন অনুষ্ঠানের আগে তারা প্রথমে বিভিন্ন খাতে সংস্কার করবে, তারপর নির্বাচন আয়োজন করবে।