ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি জটিল হবে

1

দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, ২৬ মার্চ কালুরঘাট বেতারকেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না করলে এদেশে মুক্তিযুদ্ধ হতো না। জিয়া পরিবার ১৯৭১ সালে, পঁচাত্তরে, ১৯৯০-৯১ সালে দেশের স্বার্থে মানুষের অধিকার আদায়ে লড়াই সংগ্রাম ও যুদ্ধ করেছেন। পরবর্তী দীর্ঘ ১৭ বছর স্বৈরশাসনামলে অমানবিক দমন-পীড়ন, নির্যাতনের পরেও আপোষ করেননি বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। চাইলে তারা আপোষ করে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারতেন। কিন্তু এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে তারা কখনও আপোষ করেননি। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ হচ্ছে দেশের জন্য ত্যাগ ও নিজেকে উৎসর্গ করা। সেই আদর্শকে ধারণ করেই বিএনপি আজ সর্ববৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা যারা বিএনপি করি তাদেরকে বুঝতে হবে সাধারণ মানুষ কেন বিএনপিকে এত ভালোবাসে; এ শক্তির উৎস কোথায়। সে শক্তি হচ্ছে শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেম। তিনি বলেন, ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালানোর পরে যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন তাদের কর্মকান্ড জনগণ দেখছে। একটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছে। গণতান্ত্রিক সরকার ছাড়া সঠিকভাবে দেশ পরিচালনা সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, শহীদ জিয়ার ঘোষিত স্বাধীনতা ও মানুষের মালিকানা প্রতিষ্ঠিত করতে হলে তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। তা না হলে দেশের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। তিনি, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণ করতে এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি গত ৩১ মে আনোয়ারার চাতরী চৌমুহনীস্থ দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাস্টার রফিক আহমদের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরোয়ার হোসেন মাসুদ, জাগির আহমদ, ফৌজুল কবির ফজলু, দিল মোহাম্মদ মনজু, বিএনপি নেতা আবদুল মইয়ুম চৌধুরী ছোটন, আবুল কাশেম, রফিক ডিলার, আবু ছাদেক, জসিম উদ্দিন, লেয়াকত আলী, মোস্তাক আহমদ, ইউসুপ মাস্টার, লোকমান, আবু সালেহ, মামুন খান, আজিজ, কনক চৌধুরী, আকতারুজামান, যুবদল নেতা জিয়াউল কাদের জিয়া, নুরুল কবির রানা, ওসমান সিকদার, শোয়েবুল ইসলাম, আলফাজুর রহমান আরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নঈম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব গাজী ফোরকান, যুগ্ম আহব্বায়ক হাসান, জেলা ছাত্রদল নেতা ইসমাঈল বিন মনির, মোফাচ্ছল হোসেন জুয়েল, হান্নান, বোরহান, শফিউল আলম চৌধুরী, তারেক, মিনহাজ প্রমুখ। বিজ্ঞপ্তি