ডিসি পার্ককে উৎসবমুখর করে রাখতে চাই : জেলা প্রশাসক

0

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডের ডিসি পার্কে আগামী ১২ জুলাই মাছ ধরা উৎসবকে সামনে রেখে মাছ অবমুক্তকরণ, সহ¯্রাধিক বৃক্ষরোপণ ও ফ্লাওয়ার জোনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে সীতাকুন্ডের ফৌজদারহাট সাগর উপকূল এলাকায় অবস্থিত ডিসি পার্কের লেকে মাছ অবমুক্তকরণ, নিজ হাতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফিতা কেটে ফ্লাওয়ার জোনের উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
এসময় তিনি বলেন, ডিসি পার্কে প্রতি বছর কিন্তু একটা ফুল উৎসব হয়ে থাকে। সারাবছরই অন্য কোন ইভেন্ট থাকে না। আমরা এবার চিন্তা করেছি যে ডিসি পার্ককে সারাবছর উৎসবমুখর করে রাখার জন্য ছোট ছোট পরিসরে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন থাকবে। তারই অংশ হিসেবে আগামী ১২ জুলাই মাছ ধরার উৎসব অনুষ্ঠিত হবে। বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি ও স্থায়ী একটা ফ্লাওয়ার গার্ডেন করা হয়েছে যেটা আগে ছিল না। আমরা একটা গোল ঘর করেছি যাতে যারা দর্শনার্থী আসে তারা টিকিট কেটে বিনোদন পায়। পার্কে ফ্লাওয়ার ডেভলাপমেন্ট ও গাইড ওয়ালের কাজ চলছে। আমরা মূলত চাই যে, ডিসি পার্ক চট্টগ্রামের একটা সম্পদে পরিণত হোক। আর চট্টগ্রামে অন্য কোন উৎসব নেই। ডিসি পার্কের ফুল উৎসব সারা চট্টগ্রামবাসীর প্রাণের উৎসব ও প্রাণের দাবিতে পরিণত হয়েছে। এই উৎসবের পাশাপাশি ডিসি পার্কে সারা বছরই জনসমাগম থাকে এবং অনেক বিনোদনপ্রিয় দর্শনার্থীদের যেন ভীড় থাকে সেজন্য আমরা ছোট ছোট পরিসরে প্রোগ্রামের আয়োজন করে আসছি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সহকারী কমিশনার (ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন, সীতাকুন্ড প্রেস ক্লাবের আহব্বায়ক মো. জহিরুল ইসলাম ও সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা প্রশাসন কার্যালয় এবং ডিসি পার্কে দায়িত্বরত কর্মকর্তাবৃন্দ।