ডিএফএতে আওয়ামী প্রেতাত্মা ঢুকে আছে: আমিনুল

3

আওয়ামী সরকার পতনের পর থেকে দেশের ক্রীড়াঙ্গনে চলছে বদলের হাওয়া। পুরো ক্রীড়াঙ্গনের সব জায়গায় আওয়ামী প্রেতাত্মা বসে আছে বলে জানিয়েছেন সাবেক ফুটবলার আমিনুল হক। আজ ডিএফএর (জেলা ক্রীড়া সংস্থা) সদস্যদের নিয়ে এক সভা আয়োজিত হয়েছে। এই সভার মূল উদ্দেশ্য ফুটবল তথা পুরো ক্রীড়াঙ্গন দলীয়করণ মুক্ত করা। বাফুফের আগামী নির্বাচনকে সামনে রেখে এই সভা আয়োজিত হয়েছে। সভায় উস্থিত ছিলেন সাবেক ফুটবলার আমিনুল হক এবং বিভিন্ন ডিএফএ’র সদস্যরা। বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর। সেই নির্বাচনে বড় ভূমিকা পালন করে ডিএফএ’র ভোটাররা। এখনও জেলা ক্রীড়া সংস্থার ভোটার তালিকা হয়নি। ভোটার তালিকায় যেন যোগ্য লোক স্থান পায় সেই লক্ষ্য নিয়ে আলোচনা করছেন ডিএফএ সদস্যরা।
সভায় আমিনুল বলেন, ‘ডিএএফএ’র বিভিন্ন স্থানে এখনো আওয়ামি প্রেতাত্মা বসে আছে। তাদের সুযোগ দেওয়া যাবে না। তাদের অপসারণ করে এমন লোকদের সুযোগ দিতে হবে যারা কোনো দলের না। যারা মাঠের ফুটবলের সঙ্গে যুক্ত। যারা ফুটবলের উন্নয়নের জন্য কাজ করছেন তারাই যেন সুযোগ পায়। তাতে করেই ফুটবলের উন্নয়ন করা সম্ভব হবে।’ বাফুফে নির্বাচন পেছানোর দাবি করেছিলেন আমিনুল সহ সাবেক ফুটবলাররা। তবে নির্বাচন না পেছালেও তারা প্রস্তুত বলে জানিয়েছেন আমিনুল। এবার ডিএফএ থেকে অরাজনৈতিক ব্যক্তিত্বকেই প্রাধান্য দেওয়ার বিষয়ে বলেছেন আমিনুল হক।