চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ও উপ-পরিচালক এবং সাবেক সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সদ্য পদোন্নতি পেয়ে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক পদে পদায়িত হয়েছেন। ৮ এপ্রিল জেনারেল হাসপাতালে শেষ কর্মদিবস ছিল তাঁর।
হাসপাতালের তত্ত¡াবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বির পদোন্নতিতে সংবর্ধনা সভার আয়োজন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও সিভিল সার্জন কার্যালয়ের সার্ভিল্যান্স মেডিকেল অফিসার (ম্যালেরিয়া) ডা. মুহাম্মদ আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দিন। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি ডা. সেখ ফজলে রাব্বিকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এ ওয়াসিম ফিরোজ, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল, সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার চৌধুরী শামীম, এমওসিএস ডা. মো. নওশাদ খান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এফএম জাহিদ, জুনিয়র কনসালট্যান্ট (সিডিসি) ডা. নাজমুল হাসনাইন কাউসার, এসএমও ডা. আবদুল্লা-হিল রাফি অঝোর, সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক সুজন বড়–য়া, প্রধান সহকারী এসএম সাহিদুল ইসলাম, সিনিয়র সহকারী, তাপস কুমার রায়, পিএটু সিভিল সার্জন মফিজুল ইসলাম, স্টোর ইনচার্জ জাহেদুল ইসলাম, পরিসংখ্যানবিদ গীতাউশ্রী দাশ, সিভিল সার্জন কার্যালয় ও জেনারেল হাসপাতালের চিকিৎসক-নার্স-কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি