ডা. শাহাদাত হোসেনের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

3

বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন ২৩ অক্টোবর রাজশাহীর বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন। নগর ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন ডা. শাহাদাত হোসেনকে নির্বাচন কমিশন কর্তৃক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় ডা. শাহাদাত হোসেন রাজশাহীর পরিচ্ছন্ন পরিবেশ, সবুজায়ন ও আইল্যান্ডে ফুলের সমারোহের প্রশংসা করে বলেন, দেশের অন্যান্য শহরের তুলনায় রাজশাহী চমৎকার। এ নগরীর প্রশংসা এখন দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোবারক হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিন, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি এজাজ আহমেদ চৌধুরী আরজু, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, বিএনপি নেতা বদিউল আলমসহ রাজশাহী সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি