ডা. শাহাদাত হোসেনের সাথে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ট্রাস্টিদের সাক্ষাৎ

1

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রফেসর ড. সুকোমল বড়ুয়া ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া গত বৃহস্পতিবার মেয়রের বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা চন্দ্রগুপ্ত বড়ুয়া, শ্যামল বড়ুয়া, যুবনেতা কমল জ্যোতি বড়ুয়া, সজল বড়ুয়া, জুয়েল বড়ুয়া, কল্লোল বড়ুয়া সহ বৌদ্ধ নেতৃবৃন্দ। মতবিনিময়কালে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম আমার আপনার সকলের শহর। চট্টগ্রামকে নান্দনিক নগরীতে পরিণত করতে নাগরিকের সমান দায়িত্ব রয়েছে। কারণ, চট্টগ্রামের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন। চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে নান্দনিক বৌদ্ধ মন্দিরগুলো ঐতিহ্যের স্মারক। তিনি অতীতের মতো আগামীতেও বৌদ্ধ সম্প্রদায়ের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বৃহত্তর বন্দরনগরী চট্টগ্রামকে একটি আধুনিক, নান্দনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি