কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি হিন্দুপাড়া নিবাসী পল্লী চিকিৎসক ডা. অরুন বরণ শীল (৭৮) গত ২২ আগস্ট সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে নগরীর আগ্রাবাদস্থ মা-শিশু ক্যান্সার ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। তিনি ডায়াবেটিস ও লিভার সিরোসিস পরবর্তী ক্যান্সারে আক্রান্ত হয়ে মা-শিশু ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, পুত্রবধূ, ২ ভাই, ২ বোন, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ ২৩ আগস্ট সকাল ১১টায় মহেশখালীর মাতারবাড়িস্থ নিজ বাড়ির শ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন করা হবে। তাঁর মৃত্যুতে মাতারবাড়ি শ্রীশ্রী হিন্দু মন্দির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি