ডা. অরুন কুমার দাশের শোকসভা অনুষ্ঠিত

1

প্রবীণ সমাজসেবক প্রয়াত ডা. অরুন কুমার দাশের স্মরণে এক শোক সভা গত শনিবার হাটহাজারী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. গৌবিন্দ প্রসাদ মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
ইউপি সদস্য রাজীব সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ডা. অশোক কুমার দেব, ইঞ্জিনিয়ার সুবিনয় দাশ, ড. শীতল কুমার নাথ, চবি অধ্যাপক অপু দাশ, চট্টগ্রাম জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিমুল মহাজন, জাহাঙ্গীর আলম জনি, চবি অধ্যাপক ড. শীপক কৃষ্ণ দেবনাথ, হাটহাজারী উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক লায়ন অশোক কুমার নাথ, সদস্য সচিব উজ্জ্বল দত্ত, জুয়েল মহাজন, টিটু তালুকদার, রাজিব সরকার, রাসেল চৌধুরী, সুভাষ নাথ, গীতাপাঠক প্রদর্শন দেবনাথ, রুবেল কান্তি দত্ত, প্রয়াত পরিবারের সদস্য দীপঙ্কর দাশ দীপক, শুভংকর দাশ, সৈকত দাশ, অমল দাশ রানা, সমাজসেবক নৃপেন মল্লিক, জুয়েল পান্থ, পিডিবি প্রকৌশলী তন্ময় সরকার, চবি প্রফেসর সাগর দাশ, দেবব্রত দাশ দেবু, রূপেশ শীল। শোক সভায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধাঞ্জলী ও শোকপত্র প্রদান করা হয়। বিজ্ঞপ্তি