স্পোর্টস ডেস্ক
সৌদি প্রো লিগ জয়ের উৎসব হয়ে গেছে বেশ আগেই। এবার সৌদি কাপে দারুণ জয়ে ঘরোয়া ‘ডাবল’ জিতে নিল আল-ইত্তিহাদ। ফাইনালে শুক্রবার আল-কাদিসিয়াহকে ৩-১ গোলে হারায় আল ইত্তিহাদ। দুই গোল করে জয়ের নায়ক তাদের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক কারিম বেনজেমা।
সৌদি প্রো লিগ জয়েও তার ছিল বড় অবদান। ২০২২ ব্যালন দ’র জয়ী সাবেক রেয়াল মাদ্রিদ তারকা এবার সৌদি প্রো লিগের সেরা ফুটবলারের স্বীকৃতি পান।
এই নিয়ে দশমবার কাপ জয় করল আল-ইত্তিহাদ।