কর্ণফুলী থানাধীন ডাংগারচর অদ্বৈত-অচ্যুত ধাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান গত ২৮ ফেব্রূয়ারি ঋষিধাম অধিপতি ও তুলসীধাম এবং অদ্বৈত-অচ্যুত ধামের মোহন্ত শ্রীমৎ স্বামী দেব দীপানন্দ পুরী মহারাজের পৌরহিত্যে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গীতাপাঠ, দীক্ষা দান, মহাপ্রসাদ বিতরণ ও সন্ধ্যায় গীতি নৃত্যনাট্য মঞ্চস্থ হয়। অদ্বৈত-অচ্যুত ধাম পরিচালনা পরিষদের সভাপতি আশুতোষ দেবের সভাপতিত্বে ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত। অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি ডা. অধর লাল চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন, আনোয়ারা থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, জুলধা ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আমীর আহম্মদ, ভক্তপ্রবর সোনারাম ধর ও গৌতম শংকর ধর। ধর্মীয় আলোচক ছিলেন যোগেশ্বর চৌধুরী। এতে উপস্থিত ছিলেন প্রভাষক এডিসন দে, প্রণব মজুমদার, প্রদীপ দে, মান্না দে, রামচন্দ্র দাশ, রিটন দত্ত, লাবু দে, রত্না দত্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনুপ দাশ। বিজ্ঞপ্তি