ডলফিন-ওয়াহাব ফাউন্ডেশন স্বাধীনতা দিবস দাবা টুর্নামেন্ট

1

চট্টগ্রাম চেস কোড একাডেমি আয়োজনে ও ডলফিন ক্লাব- ওয়াহাব ফাউন্ডেশন সহযোগিতায় ডলফিন-ওয়াহাব ফাউন্ডেশন স্বাধীনতা দিবস স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট – ২০২৫ শুরুহয়েছে। গতকাল শনিবার চেস কোড একাডেমি কার্যালয়ে সাবেক জাতীয় দাবাড়ু মঞ্জুর আলম প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন। চেস কোড প্রতিষ্ঠাতা আলী আবছার সভাপতিত্বে ও পরিচালক মহসিন জামাল পাপ্পু সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চেস কোড পরিচালক আলী কায়সার, টুর্নামেন্টের চীফ আরবিটার প্রকৌশলী এস এম তারেক, সিসিপিএ সাধারণ সম্পাদক ফিদে মাষ্টার আবদুল মালেক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সংগঠক আতাউল সুমন, হাসান রফিকুল,মজিবুর রহমান, আবু মহসিন, মোহাম্মদ সুলতান ও রুহুল আমিন।
বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কতৃক অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট ৭ দিনব্যাপী সুইস লীগ পদ্ধতিতে ৭ রাউন্ড অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ৩০জন আন্তর্জাতিক রেটেড দাবাড়ুসহ মোট ৩৬ জন দাবাড়ু অংশ গ্রহন করছেন। টুর্নামেন্টে বিজয়ীদের নগদ ৪১ হাজার অর্থ পুরষ্কারসহ ক্রেষ্ট প্রদান করা হবে। আজ রবিবার ২য় রাউন্ডের খেলা যথাসময় দুপুর ১২ টায় শুরু হবে।