স্পোর্টস ডেস্ক
চট্টগ্রাম চেস কোড একাডেমির আয়োজনে ও ডলফিন ক্লাব- ওয়াহাব ফাউন্ডেশন সহযোগিতায় ডলফিন – ওয়াহাব ফাউন্ডেশন স্বাধীনতা দিবস স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৫ এর ৪র্থ রাউন্ড শেষে পুর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ফিদে মাষ্টার আবদুল মালেক, দীপংকর চাকমা। ৩পয়েন্ট নিয়ে ২য় স্থানে আছে আহমেদ মজুমদার, অভিক সরকার, রবিউল হোসেন, , মোহাম্মদ সুলতান ও কিশোর দত্ত. ২.৫ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে আছে মুজিবুর রহমান, এম কে শাহীন, নাজিফ নিয়াজ ,আহনাফ ঈশান।
গতকাল মংগলবার অনুষ্ঠিত ৪র্থ রাউন্ডে খেলায় ফিদে মাষ্টার আবদুল মালেক- দিব্য দাশকে, দীপংকর চাকমা – এম কে শাহীনকে, ,অভিক সরকার – তাওহীদা বেগমকে,রবিউল হোসেন- সৈয়দ আয়ানকে,মোহাম্মদ সুলতান- সুপ্রতিককে, কিশোর দত্ত- জাহাঙ্গীর আলমকে, সৈয়দ মুসনাবিন -অনিন্দ্য রিককে, সুরিত দে – আইলান – দাশকে,মারুফ চৌধুরী – আরিয়ান্ট দীক্ষিতকে,আবু মহসিন- সৃজন সুত্রধরকে ,রুবেল হোসেন- মিশকাত উদ্দিনকে, প্রঞ্জা রায় – আফরাত আরীবকে,আবিদ মাহাদী – রিক্তা সরকারকে,আয়ান জামান – কামরুনেচ্ছাকে পরাজিত করে. মুজিবুর রহমান – আহমেদ মজুমদার মধ্যকার, নাজিফ নিয়াজ – আহনাফ ঈশান মধ্যকার খেলা ড্র হয়েছে. টুর্নামেন্ট ৩০জন আন্তর্জাতিক রেটেড দাবাড়ুসহ মোট ৩৬ জন দাবাড়ু অংশ গ্রহন করেছে। আজ বুধবার ৫ম রাউন্ডের খেলা যথাসময় দুপুর ১২.০০ টার সময় শুরু হবে।