পটিয়া প্রতিনিধি
পটিয়ার ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। গত মঙ্গলবার রাতে মহানগরীর ডবলমুরিং থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মো. দিদারুল ইসলাম দিদার (৩৮) নামে এজাহারনামীয় এ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দিদারুল আলম পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মির্জাপাড়া এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গ্রেপ্তার দিদার গত ২৭ এপ্রিল পটিয়া থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি।তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, গ্রেপ্তার দিদারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা রয়েছে। আইনানুযায়ী তাকে গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।