ঠাকুর ঝড়ে বিধ্বস্ত গুজরাট

7

মার্কাস স্টয়নিসের ফিফটিতে গুজরাট টাইন্টান্সের বিপক্ষে মাঝারি আকারের সংগ্রহ গড়েছিল লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। এরপর বল হাতে শুভমন গিলদের ধসিয়ে দিয়েছেন যশ ঠাকুর। তার ফাইফারে ৩৩ রানে জয় পেয়েছে লোকেশ রাহুলের দল। ভারত রত্ন শ্রী আতাল বিহারি বাজপায়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় স্বাগতিক লক্ষ্ণৌ। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৬৩ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ১৮.৫ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় গুজরাট। ঘরের মাঠে লক্ষ্ণৌর হয়ে সর্বোচ্চ রান করেছেন মার্কাস স্টয়নিস। চারটি চার ও দুই ছক্কায় ৪৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। রানতাড়ায় নেমে যশ ঠাকুর ও কুর্নাল পান্ডিয়ার তোপে বিধ্বস্ত হয় গুজরাট। যশ ঠাকুর ৩.৫ ওভার বল করে ৩০ রানে পাঁচ উইকেট নেন। কুর্নাল পান্ডিয়া ৪ ওভারে ১১ রান খরচায় উইকেট নেন তিনটি। এছাড়া নাভিন-উল-হক ও রবি বিষ্ণুই একটি করে উইকেট নেন।